৫৯৮ (peyechhi chhuti biday deha)
পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই--
সবারে আমি প্রণাম করে যাই॥
ফিরায়ে দিনু দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি,
সবার আজি প্রসাদবাণী চাই॥
অনেক দিন ছিলাম প্রতিবেশী,
দিয়েছি যত নিয়েছি তার বেশি।
প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি--
পড়েছে ডাক চলেছি আমি তাই॥
রাগ: রামকেলী
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী