৪৬২ (peyechhi taba sandhan)

পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে॥

    চকিতে চপল আলোকে, হৃদয়শতদলমাঝে,

          হেরিনু একি অপরূপ রূপ॥

    কোথা ফিরিতেছিলাম পথে পথে দ্বারে দ্বারে

            মাতিয়া কলরবে--

     সহসা কোলাহলমাঝে শুনেছি তব আহ্বান,

              নিভৃতহৃদয়মাঝে

            মধুর গভীর শান্ত বাণী॥

রাগ: গৌড়সারং

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.