৫৪১ (prabhate bimal anande)

প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে

বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই ॥

জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে,

                   অগাধ শূন্য পূরে কিরণে,

                   খচিত নিখিল বিচিত্র বরনে--

বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি ॥

চারি দিকে কর খেলা বরন-কিরণ-জীবন-মেলা,

                   কোথা তুমি অন্তরালে!

অন্ত কোথায়, অন্ত কোথায়-- অন্ত তোমার নাহি নাহি ॥

রাগ: গুর্জরী তোড়ি

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.