১৭৯ (pratidin ami he jibanswami)

প্রতিদিন আমি হে  জীবনস্বামী,

       দাঁড়াব তোমারি সম্মুখে।

করি জোড়কর, হে ভুবনেশ্বর,

       দাঁড়াব তোমারি সম্মুখে।

          তোমার অপার আকাশের তলে

                   বিজনে বিরলে হে--

          নম্র হৃদয়ে নয়নের জলে

                   দাঁড়াব তোমারি সম্মুখে।

তোমার বিচিত্র এ ভবসংসারে

       কর্মপারাবারপারে হে,

নিখিলজগৎজনের মাঝারে

       দাঁড়াব তোমারি সম্মুখে।

          তোমার এ ভবে মোর কাজ যবে

                   সমাপন হবে হে,

          ওগো রাজরাজ, একাকী নীরবে

                   দাঁড়াব তোমারি সম্মুখে।

রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: এ. এ. বাকে, কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.