৩৯৩ (premanande rakho purna)

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।

বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,

চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥

সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,

দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥

জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,

মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥

লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি--

হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥

রাগ: কাফি-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.