৪১৯ (purna ananda purnamangalarupe)

                   পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো,

                             এসো মনোরঞ্জন॥

আলোকে আঁধার হউক চূর্ণ,         অমৃতে মৃত্যু করো পূর্ণ--

                             করো গভীরদারিদ্র৻ভঞ্জন ॥

সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি--

     জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ,

                             সকলের তুমি গর্বগঞ্জন ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.