৫৮৮ (rajanir shesh tara gopane)

     রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে

বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে ॥

          সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী

শেষক্ষণে দেন যেন তিনি         নবজীবনের মুখ চুমে ॥

              এই নিশীথের স্বপ্নরাজি

          নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।

     বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে

বধূবেশে সেই যেন সাজে     নবদিনে চন্দনে কুঙ্কুমে ॥

রাগ: মিশ্র তোড়ি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.