৪৮১ (sabai jare sab ditechhe)

    সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।

    কবার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি।

নেবার বেলা হলেম ঋণী,            ভিড় করেছি, ভয় করি নি--

    এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি।

    প্রভাত তারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচে-কুঁদে।

    সন্ধ্যা তারে প্রণাম করে সব সোনা তার দেয় রে শুধে।

ফোটা ফুলের আনন্দ রে                ঝরা ফুলেই ফলে ধরে--

  আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি॥

রাগ: বাউল

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.