বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না। মম মন বুঝে দেখো মনে মনে--মনে রেখো, কোরো করুণা॥ পাছে আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারি-- মুখ হেসে যাই, মনে কেঁদে চাই--সে আমার নহে ছলনা॥ দিনেকের দেখা, তিলেকের সুখ, ক্ষণেকের তরে শুধু হাসিমুখ-- পলকের পরে থাকে বুক ভ'রে চিরজনমের বেদনা। তারি মাঝে কেন এত সাধাসাধি, অবুধ আঁধারে কেন মরি কাঁদি-- দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা॥
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে। এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে, তোমায় চা ই চা ই চাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥ বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে, বলে, "আ য় আ য় আয়'॥ বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে বেলা যা য় যা য় যায়। বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি, সময় না ই না ই নাই।' পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, "না না না।' নাচে তা ই তা ই তাই॥