চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে। শুনি স্নেহে সে নারী বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। জান যদি বলো প্রিয়ে, বলো তার কথা॥
ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে। তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে ।। আমরা বরপুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দিব ধন্যধ্বনি মাথায় বহি সর্বনাশ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস ।।