১৮৯ (sahaj habi sahaj habi ore)

         সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি--

          কাছের জিনিস দূরে রাখে   তার থেকে তুই দূরে র'বি ॥

কেন রে তোর দু হাত পাতা-- দান তো না চাই, চাই যে দাতা--

          সহজে তুই দিবি যখন সহজে তুই সকল লবি ॥

          সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি--

          আপন বচন-রচন হতে বাহির হয়ে আয় রে কবি।

সকল কথার বাহিরেতে    ভুবন আছে হৃদয় পেতে,

          নীরব ফুলের নয়ন-পানে চেয়ে আছে প্রভাত-রবি ॥

রাগ: কালাংড়া-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.