৩৭৭ (sakalkalushtamsahar)

     সকলকলুষতামসহর, জয় হোক তব জয়--

     অমৃতবারি সিঞ্চন কর' নিখিলভুবনময়--

     মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম ॥

জ্ঞানসূর্য-উদয়-ভাতি   ধ্বংস করুক তিমিররাতি--

     দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর' ভয় ॥

     মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ

     জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্‌ভ্রান্ত।

করুণাময়, মাগি শরণ-- দুর্গতিভয় করহ হরণ,

     দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয় ॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1931

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.