৪৭৯ (sangsar jabe man kere lay)

          সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,

          তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান ॥

অন্তরযামী, ক্ষমো সে আমার       শূন্য মনের বৃথা উপহার--

          পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান ॥

          ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে--

          নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে       ভরি দিবে তুমি তোমার অমৃতে,

          এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান ॥

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.