৪২০ (sangsaytimirmajhe na heri)

                   সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।

                   প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে ॥

     বিপদে সম্পদে থেকো দূরে,      সতত বিরাজো হৃদয়পুরে--

                   তোমা বিনে অনাথ আমি অতি হে ॥

     মিছে আশা লয়ে সতত ভ্রান্ত,            তাই প্রতিদিন হতেছি শ্রান্ত,

                        তবু চঞ্চল বিষয়ে মতি হে--

নিবারো নিবারো প্রাণের ক্রন্দন,  কাটো হে কাটো হে এ মায়াবন্ধন

                   রাখো রাখো চরণে এ মিনতি হে ॥

রাগ: রাজবিজয়

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.