১২৭ (sarthak karo sadhan santwan karo)

          সার্থক কর' সাধন,

সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন

প্রাণভরণ দৈন্যহরণ   অক্ষয়করুণাধন ॥

          বিকশিত কর' কলিকা,

চম্পকবন করুক বচন নব কুসুমাঞ্জলিকা।

কর' সুন্দর গীতমুখর   নীরব আরাধন

          অক্ষয়করুণাধন ॥

          চরণপরশহরষে

লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর' সে।

          মোচন কর' অন্তরতর

                   হিমজড়িমা-বাঁধন

                             অক্ষয়করুণাধন ॥

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.