৪৯ (se dine apad amar)

সে দিনে        আপদ আমার যাবে কেটে

পুলকে         হৃদয় যেদিন পড়বে ফেটে ॥

তখন      তোমার গন্ধ তোমার মধু   আপনি বাহির হবে বঁধু হে,

তারে      আমার ব'লে ছলে বলে   কে বলো আর রাখবে এঁটে ॥

আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।

আমি কি               জানি নে তার অর্থ কিবা!

তারা যে  জানে আমার চিত্তকোষে   অমৃতরূপ আছে বসে গো--

তারেই   প্রকাশ করি, আপনি মরি,   তবে আমার দুঃখ মেটে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.