রাগ: ঝিঁঝিট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

২৬৩ (shana ha re mama chitta)

         শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন!

          হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন ॥

শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত           শূন্যতলে উথলে জয়সঙ্গীত,

          হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন ॥

          নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ--

          নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর পাপ।

চির আনন্দ, বিরাম চিরন্তন,         প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন--

                   শান্তি নিরাময়, কান্তি সুনন্দন,

                        সান্ত্বন অন্তবিহীন ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.