রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

২৫ (sur bhule jei ghure berai)

      সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে

      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥

উধাও আকাশ উদার ধরা    সুনীল-শ্যামল-সুধায়-ভরা

      মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে--

      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥

      বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়

      চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।

তোমায় বসাই এ-হেন ঠাঁই    ভুবনে মোর আর-কোথা নাই,

      মিলন হবার আসন হারাই আপন-মাঝে--

      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.