২৯৫ (taba singhasaner asan hate)

তব     সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে--

মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে  নাথ, থেমে॥

       একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;

       তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,

মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

       তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী--

       গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!

       লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,

       হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে--

মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

রাগ: পিলু-ভীমপলশ্রী-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.