২৯৪ (tai tomar ananda amar par)

তাই তোমার আনন্দ আমার 'পর

          তুমি তাই এসেছ নীচে।

আমায় নইলে ত্রিভুবনেশ্বর,

     তোমার     প্রেম হত যে মিছে।

       আমায় নিয়ে মেলেছ এই মেলা,

       আমার হিয়ায় চলছে রসের খেলা,

       মোর জীবনে বিচিত্ররূপ ধরে

            তোমার     ইচ্ছা তরঙ্গিছে॥

তাই তো তুমি রাজার রাজা হয়ে

     তব    আমার হৃদয় লাগি

ফিরছ কত মনোহরণ-বেশে

     প্রভু,    নিত্য আছ জাগি।

        তাই তো, প্রভু, হেথায় এল নেমে,

        তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,

মূর্তি তোমার যুগল-সম্মিলনে    সেথায়    পূর্ণ প্রকাশিছে॥

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: জানিপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.