৪৬৫ (timirduyar kholo)

তিমিরদুয়ার খোলো-- এসো, এসো নীরবচরণে।

জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ॥

পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে।

গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে।

জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে।

জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে ॥

রাগ: রামকেলী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩১৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.