১৩৪ (tomar amar ei biraher )

তোমার আমার এই বিরহের অন্তরালে

কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥

          তবু যে পরানমাঝে   গোপনে বেদনা বাজে--

          এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ॥

বিশ্ব হতে থাকি দূরে  অন্তরের অন্তঃপুরে,

চেতনা জড়ায়ে রহে   ভাবনার স্বপ্নজালে।

          দুঃখ সুখ আপনারই   সে বোঝা হয়েছে ভারী,

          যেন সে সঁপিতে পারি   চরম পূজার থালে ॥

রাগ: পিলু

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): ২ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ জানুয়ারি, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.