২৪৩ (tomar dware kena asi)

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,   কতই কী চাই--

         দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥

   সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,

                     গভীর বুকে

      যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥

         বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে--

         ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।

একটি চাওয়া ভিতর হতে    ফুটবে তোমার ভোর-আলোতে

                     প্রাণের স্রোতে--

         অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.