২১৯ (tomar kachhe shanti chaba na)
তোমার কাছে শান্তি চাব না,
থাক্-না আমার দুঃখ ভাবনা ॥
অশান্তির এই দোলায় 'পরে বোসো বোসো লীলার ভরে,
দোলা দিব এ মোর কামনা ॥
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে--
বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা ॥
রাগ: কীর্তন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর