৩ (tomar surer dhara)

তোমার  সুরের ধারা ঝরে যেথায় তারি পারে

           দেবে কি গো বাসা আমায় একটি ধারে?।

           আমি     শুনব ধ্বনি কানে,

           আমি     ভরব ধ্বনি প্রাণে,

           সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে ॥

আমার    নীরব বেলা সেই তোমারি সুরে সুরে

           ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে।

           আমার    দিন ফুরাবে যবে,

           যখন      রাত্রি আঁধার হবে,

           হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.