১১৩ (tomari ichchha hauk purna)

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।

তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা--

দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥

তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।

ওই    মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥

আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ,

আমি    আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥

মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,

অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী।

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.