৫০৫ (tomari name nayan melilu)

তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,

তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি ॥

তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,

তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি ॥

তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,

বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি।

তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,

তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি ॥

রাগ: ভৈরব

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.