রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫৩১ (tomay cheye achhi base)

          তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।

          জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ॥

নাই যে কুসুম, মালা গাঁথব কিসে!   কান্নার গান বীণায় এনেছি যে,

          দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ॥

          দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে।

          মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে।

শূন্য ঘাটে আমি কী-যে করি--          রঙিন পালে কবে আসবে তরী,

          পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.