১৯৮ (tor shikal amay bikal karbe)

তোর   শিকল আমায় বিকল করবে না।

তোর   মারে মরম মরবে না ॥

তাঁর    আপন হাতের ছাড়চিঠি সেই যে

আমার  মনের ভিতর রয়েছে এই যে,

তোদের ধরা আমায় ধরবে না ॥

          যে পথ দিয়ে আমার চলাচল

তোর   প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌।

আমি    তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,

মোরে   তোর দুয়ারে ঠেকাবে কি রে?

তোর   ডরে পরান ডরবে না ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.