২৬০ (tui kebal thakis sare sare)
তুই কেবল থাকিস সরে সরে,
তাই পাস নে কিছুই হৃদয় ভরে ॥
আনন্দভাণ্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে--
কোণে বসে দিস নে সাড়া, সব খোয়ালি এমনি করে ॥
জীবনটাকে তোল্ জাগিয়ে,
মাঝে সবার আয় আগিয়ে।
চলিস নে পথ মেপে মেপে আপনাকে দে নিখিল ব্যেপে--
যে ক'টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে ॥
রাগ: বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ কার্তিক, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অক্টোবর, ১৯১৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী