৪৭৪ (tumi dhanya dhanya he)

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,

          ধন্য তোমার জগতরচনা ॥

একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,

          এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে ॥

একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,

          কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥

একি গভীর বাণী শিখালে সাগরে,

          কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!

একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,

          তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥

রাগ: কেদারা

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.