রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

৬ (tumi je surer agun)

তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,

এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥

যত সব          মরা গাছের ডালে ডালে

                   নাচে আগুন তালে তালে     রে,

আকাশে         হাত তোলে সে কার পানে ॥

আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,

কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।

নিশীথের         বুকের মাঝে এই-যে অমল

                   উঠল ফুটে স্বর্ণকমল,

আগুনের        কী গুণ আছে কে জানে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.