৯১ (tumi ki esechha mor dware)

          তুমি কি এসেছ মোর দ্বারে

          খুঁজিতে আমার আপনারে?।

                   তোমারি যে ডাকে

কুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,

          সেই ডাকে ডাকো আজি তারে ॥

          তোমারি সে ডাকে বাধা ভোলে,

শ্যামল গোপন প্রাণ ধূলি-অবগুণ্ঠন খোলে

                   সে ডাকে তোমারি

সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,

          দেয় সাড়া ঘন অন্ধকারে ॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.