২০ (aji enechhe tahari ashirbad)

            আজি এনেছি তাঁহারি আশীর্বাদ    প্রভাতকিরণে,

            পবিত্র করপরশ পেয়ে   ধরণী লুটিছে তাঁহারি চরণে।। 

        আনন্দে তরুলতা   নোয়াইছে মাথা,   কুসুম ফুটাইছে শত বরনে।।

                আশা উল্লাসে  চরাচর হাসে–

                   কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।।

রাগ: নাচারি তোড়ি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.