৫৯ (amare karo jibandan)
আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান।।
আসিছে কত যায় কত, পাই শত হারাই শত–
তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ।।
দাও মোরে মঙ্গলব্রত, স্বার্থ করো দূরে প্রহত–
থামায়ে বিফল সন্ধান জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলোকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।।
রাগ: শঙ্করা
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন