৫০ (chahi ne sukhe thakite)

       চাহি না সুখে থাকিতে হে,  হেরো কত দীনজন কাঁদিছে।।

       কত শোকের ত্রন্দন গগনে উঠিছে,  জীবনবন্ধন নিমেষে টুটিছে,

       কত ধূলিশায়ী জন মলিন জীবন  শরমে চাহে ঢাকিতে হে।। 

       শোকে হাহাকারে বধির শ্রবণ,   শুনিতে না পাই তোমার বচন,

       হৃদয়বেদন করিতে মোচন কারে ডাকি কারে ডাকিতে হে।। 

       আশার অমৃত ঢালি দাও প্রাণে,  আশীর্বাদ করো আতুর সন্তানে–

       পথহারা জনে ডাকি গৃহপানে  চরণে হবে রাখিতে হে। 

       প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা– ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,

       তোমার কিরণ করহ প্রেরণ  অশ্রু-আকুল আঁখিতে হে।।

রাগ: মিশ্র ঝিঁঝিট-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.