২২ (din to chali gelo prabhu)
দিন তো চলি গেল, প্রভু, বৃথা– কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ– কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া।
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধমে।।
রাগ: আশাবরী-তোড়ি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884