বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে। গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে॥ অলখ তারে বাঁধা অচিন বীণা ধরার বক্ষে রহে নিত্য লীনা-- এই হাওয়া কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে॥ ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কূলে চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে। গানের পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-- এই হাওয়া ধরার কণ্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে॥
কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়! এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে-- কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়! সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে, আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে! না না না, কোথা সে আছে-- এনে দে আমার কাছে, সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়! এখনো যে নিরুত্তর-- নাহি প্রাণে ভয়! রে দুরাত্মা-- কী করিলি--