আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥ দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে, হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ॥ আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি। আমার গানে তোমায় ধরব ব'লে উদাস হয়ে যাই যে চলে, তোমার গানে ধরা দিতে ভালোবাসি ॥
চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে। শুনি স্নেহে সে নারী বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। জান যদি বলো প্রিয়ে, বলো তার কথা॥