গেল গো-- ফিরিল না, চাহিল না, পাষাণ সে। কথাটিও কহিল না, চলে গেল গো ॥ না যদি থাকিতে চায় যাক যেথা সাধ যায়, একেলা আপন-মনে দিন কি কাটিবে না। তাই হোক, হোক তবে-- আর তারে সাধিব না ॥
নাই নাই নাই যে বাকি, সময় আমার-- শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥ বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা-- ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥ পণ করেছি, তোমার হাতে আপনারে শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে। মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলব সোজা-- তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥