আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে-- এমন হাওয়ার মুখে ভাসল তরী, কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥ ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে-- এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥ ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে-- এখন পালের রশি ধরব কষি, এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে!
তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে দোলে দোলে বুকের কাছে পলে পলে রে॥ গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুনসমীরণে গুঞ্জরিত কুঞ্জতলে রে॥ দিনের শেষে যেতে যেতে পথের 'পরে ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে। সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে, কাঁপে সুনীল দিগঞ্চলে রে॥