এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল। তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥ এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা, কেন বয় পাই নি যে তার কূলকিনারা-- আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ॥ তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল। বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী, এত দিন নীরব ছিল শরম মানি-- আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল ॥
নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। ওরে মন, হবেই হবে ॥ পাষাণসমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে, আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥ সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে-- দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে। ঘণ্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে-- এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥