হৃদয়-আবরণ খুলে গেল তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।
অন্তরে বাহিরে হেরিনু তোমারে
লোকে লোকে, দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–
হেরিনু হে ঘরে পরে, জগতময়, চিত্তময়।।
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896