আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা। রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ। জানিস না কেটা আমি। ঢের ঢের জানি-- ঢের ঢের জানি-- হাসিস নে হাসিস নে মিছে,যা যা-- সব আপন কাজে যা যা, যা আপন কাজে। খুব তোমার লম্বাচওড়া কথা! নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!
প্রেম এসেছিল নিঃশব্দচরণে। তাই স্বপ্ন মনে হল তারে-- দিই নি তাহারে আসন। বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। সে তখন স্বপ্ন কায়াবিহীন নিশীথতিমিরে বিলীন-- দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥