৮০ (kon bhiruke bhoy dekhabi)
কোন্ ভীরুকে ভয় দেখাবি, আঁধার তোমার সবই মিছে।
ভরসা কি মোর সামনে শুধু। নাহয় আমায় রাখবি পিছে।।
আমায় দূরে যেই তাড়াবি সেই তো রে তোর কাজ বাড়াবি–
তোমায় নীচে নামতে হবে আমায় যদি ফেলিস নীচে।।
যাচাই ক’রে নিবি মোরে এই খেলা কি খেলবি ওরে।
যে তোর হাত জানে না, মারকে জানে, ভয় লেগে রয় তাহার প্রাণে–
যে তোর মার ছেড়ে তোর হাতটি দেখে আসল জানা সেই জানিছে।।
রাগ: পিলু-খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর