৪৫ (phiro na phiro na aji)
ফিরো না ফিরো না আজি– এসেছ দুয়ারে।
শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।।
আজ তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে–
অমৃত ভরিয়া লও মরমমাঝারে।।
শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও।
শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও।
তোমার কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে–
চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।
রাগ: রামকেলী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: ইন্দিরা দেবী