৩৩ (tomar jatane rakhibo re)
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে–
প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।।
তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–
হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।।
আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–
মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।।
রাগ: দেশ-খাম্বাজ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন