৯ (na sajani na ami jani)
না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।।
যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।
ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে—
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।
রাগ: মিশ্র আশাবরী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885