৭ (sokha moder bedhe rakho)

সখা,মোদের বেঁধে রাখো প্রেমডোরে।

আমাদের ডেকে নিয়ে চরণতলে রাখো ধ’রে— 

         বাঁধো হে প্রেমডোরে।

কঠোর পরানে কুটিল বয়ানে

তোমার এ প্রেমের রাজ্য রেখেছি আঁধার ক’রে।

আপনার অভিমানে দুয়ার দিয়ে প্রাণে

গরবে আছি বসে চাহি আপনা-পানে।

বুঝি এমনি করে হারাব তোমারে— 

ধূলিতে লুটাইব আপনার পাষাণভারে।

তখন কারে ডেকে কাঁদিব কাতর স্বরে।।

রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.