- বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে
- কুসুমে কুসুমে চরণচিহ্ন
- একি আকুলতা ভুবনে
- আজ তালের বনের
- আঁধার কুঁড়ির বাঁধন
- পূর্ণচাঁদের মায়ায় আজি
- কত যে তুমি
- আকাশভরা সূর্য-তারা
- ব্যাকুল বকুলের ফুলে
- নাই রস নাই
- দারুণ অগ্নিবাণে রে
- এসো এসো হে
- হৃদয় আমার, ওই
- এসো, এসো, এসো
- নমো নমো, হে
- মধ্যদিনে যবে গান
- ওই বুঝি কালবৈশাখী
- প্রখর তপনতাপে আকাশ
- বৈশাখের এই ভোরের
- বৈশাখ হে, মৌনী
- শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার
- হে তাপস, তব
- মধ্যদিনের বিজন বাতায়নে
- তপস্বিনী হে ধরণী
- চক্ষে আমার তৃষ্ণা
- এসো শ্যামল সুন্দর
- ওই আসে ওই
- ঝরঝর বরিষে বারিধারা
- গহন ঘন ছাইল
- হেরিয়া শ্যামল ঘন
- শাঙনগগনে ঘোর ঘনঘটা
- মেঘের 'পরে মেঘ
- আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
- আজ বারি ঝরে
- কাঁপিছে দেহলতা থরথর
- আমার দিন ফুরালো
- বাদল-মেঘে মাদল বাজে
- ওগো আমার শ্রাবণমেঘের
- তিমির-অবগুণ্ঠনে বদন তব
- আকাশতলে দলে দলে
- কদম্বেরই কানন ঘেরি
- আষাঢ়, কোথা হতে
- ছায়া ঘনাইছে বনে
- এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা
- শ্রাবণবরিষন পার হয়ে
- আজ কিছুতেই যায়
- গহন রাতে শ্রাবণধারা
- যেতে দাও যেতে
- ভেবেছিলেম আসবে ফিরে
- আজি ওই আকাশ-'পরে
- ও আষাঢ়ের পূর্ণিমা
- শ্যামল ছায়া, নাইবা গেলে
- আহ্বান আসিল মহোৎসবে
- কোন্ পুরাতন প্রাণের
- নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায়
- আজ শ্রাবণের আমন্ত্রণে
- পথিক মেঘের দল
- বজ্রমানিক দিয়ে গাঁথা
- ওরে ঝড় নেমে আয়
- এই শ্রাবণের বুকের
- মেঘের কোলে কোলে
- উতল-ধারা বাদল ঝরে
- ওই-যে ঝড়ের মেঘের
- কখন বাদল-ছোঁওয়া লেগে
- আজ নবীন মেঘের
- আজ আকাশের মনের
- এই সকাল বেলার
- পুব-সাগরের পার হতে
- আজি বর্ষারাতের শেষে
- শ্রাবণমেঘের আধেক দুয়ার
- বহু যুগের ও পার
- বাদল-বাউল বাজায় রে
- একি গভীর বাণী
- আজি হৃদয় আমার
- ভোর হল যেই
- বৃষ্টিশেষের হাওয়া কিসের
- বাদল-ধারা হল সারা
- ঝরে ঝরো ঝরো
- এসো নীপবনে ছায়াবীথিতলে
- কোথা যে উধাও
- আজ শ্রাবণের পূর্ণিমাতে
- পুব-হাওয়াতে দেয় দোলা
- অশ্রুভরা বেদনা দিকে
- ধরণীর গগনের মিলনের
- বন্ধু, রহো রহো
- একলা বসে বাদল-শেষে
- শ্যামল শোভন শ্রাবণ
- নমো, নমো, নমো
- তপের তাপের বাঁধন
- ওই কি এলে
- গগনে গগনে আপনার মনে
- শ্রাবণ, তুমি বাতাসে
- কেন পান্থ, এ চঞ্চলতা
- আজি শ্রাবণঘনগহন মোহে
- আজি ঝড়ের রাতে
- চলে ছলোছলো নদীধারা
- আমারে যদি জাগালে
- আবার এসেছে আষাঢ়
- এসো হে এসো
- চিত্ত আমার হারালো
- আবার শ্রাবণ হয়ে
- ধরণী, দূরে চেয়ে
- হৃদয়ে মন্দ্রিল ডমরু
- মধু -গন্ধে ভরা
- আমি তখন ছিলেম
- আমি শ্রাবণ-আকাশে ওই
- ভোর থেকে আজ
- নীল নবঘনে আষাঢ়গগনে
- থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
- আজি পল্লিবালিকা অলকগুচ্ছ
- ওই মালতীলতা দোলে
- আঁধার অম্বরে প্রচণ্ড
- হৃদয় আমার নাচে
- আজ বরষার রূপ
- মনে হল যেন
- তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি
- মম মন-উপবনে চলে
- আজি বরিষনমুখরিত
- যায় দিন, শ্রাবণদিন
- আমি কী গান
- কিছু বলব ব'লে
- মন মোর মেঘের
- মোর ভাবনারে কী
- আমার প্রিয়ার ছায়া
- ওগো সাঁওতালি ছেলে
- বাদল-দিনের প্রথম কদম
- আজি তোমায় আবার
- এসো গো, জ্বেলে
- আজি ঝরো ঝরো
- শ্রাবণের গগনের গায়
- স্বপ্নে আমার মনে
- শেষ গানেরই রেশ
- এসেছিলে তবু আস
- এসেছিনু দ্বারে তব
- নিবিড় মেঘের ছায়ায়
- আমার যে দিন
- পাগলা হাওয়ার বাদল-দিনে
- আজি মেঘ কেটে
- সঘন গহন রাত্রি
- ওগো তুমি পঞ্চদশী
- আজি শরততপনে প্রভাতস্বপনে
- মেঘের কোলে রোদ
- আজ ধানের ক্ষেতে
- আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
- অমল ধবল পালে
- আমার নয়ন-ভুলানো এলে
- শিউলি ফুল, শিউলি
- শরতে আজ কোন্
- আজ প্রথম ফুলের
- ওগো শেফালিবনের মনের
- শরত-আলোর কমলবনে
- তোমার মোহন রূপে
- শরৎ, তোমার অরুণ
- তোমরা যা বলো
- কোন্ খেপা শ্রাবণ
- আকাশ হতে খসল
- হৃদয়ে ছিলে জেগে,
- সারা নিশি ছিলেম
- দেখো দেখো, দেখো
- ওলো শেফালি, ওলো
- এসে শরতের অমল
- এবার অবগুণ্ঠন খোলো
- তোমার নাম জানি
- মরি লো কার
- আমার রাত পোহালো
- নির্মল কান্ত, নমো
- আলোর অমল কমলখানি
- সেই তো তোমার
- পোহালো পোহালো বিভাবরী,
- নব কুন্দধবলদলসুশীতলা
- হিমের রাতে ওই
- হায় হেমন্তলক্ষ্মী
- হেমন্তে কোন্ বসন্তেরই
- সে দিন আমায়
- নমো, নমো, নমো
- শীতের হাওয়ার লাগল
- শিউলি-ফোটা ফুরোল যেই
- এল যে শীতের
- পৌষ তোদের ডাক
- ছাড়্ গো তোরা
- আমরা নূতন প্রাণের
- আর নাই যে দেরি,
- একি মায়া, লুকাও
- মোরা ভাঙব তাপস
- শীতের বনে কোন্
- নমো, নমো. নমো
- হে সন্ন্যাসী, হিমগিরি
- নব বসন্তের দানের
- এস' এস' বসন্ত,
- আজি বসন্ত জাগ্রত
- এনেছ ওই শিরীষ
- ও মঞ্জরী, ও মঞ্জরী
- কার যেন এই
- দোলে দোলে দোলে
- অনন্তের বাণী তুমি
- এবার এল সময়
- ওরে গৃহবাসী খোল্
- একটুকু ছোঁওয়া লাগে
- ওগো বধূ সুন্দরী
- আমার বনে বনে
- আমি পথভোলা এক
- আজি দখিন-দুয়ার
- বসন্তে কি শুধু
- ওগো দখিন হাওয়া
- আকাশ আমায় ভরল
- মোর বীণা ওঠে
- ওরে ভাই, ফাগুন
- এতদিন যে বসেছিলেম
- বসন্তে ফুল গাঁথল
- ওরে আয় রে
- বসন্ত, তোর শেষ
- দিনশেষে বসন্ত যা
- সব দিবি কে
- বাকি আমি রাখব
- ফল ফলাবার আশা
- যদি তারে নাই
- ধীরে ধীরে ধীরে
- দখিন-হাওয়া, জাগো জাগো
- সহসা ডালপালা তোর
- সে কি ভাবে
- ওই ভাঙল হাসির বাঁধ
- ও আমার চাঁদের
- ও চাঁদ, তোমায়
- শুক্নো পাতা কে
- তোমার বাস কোথা-যে
- আজ দখিন-বাতাসে
- বিদায় যখন চাইবে
- এবেলা ডাক পড়েছে
- না, যেয়ো না
- এবার বিদায়বেলার সুর
- আজ খেলা ভাঙার খেলা
- আজ কি তাহার
- চরণরেখা তব যে
- নমো নমো, নমো
- তোমার আসন পাতব
- কে রঙ লাগালে
- মন যে বলে
- বকুলগন্ধে বন্যা এল
- বাসন্তী, হে ভুবনমোহিনী
- আন্ গো তোরা
- ফাগুন, হাওয়ায় হাওয়ায়
- নিবিড় অমা-তিমির হতে
- হে মাধবী, দ্বিধা কেন
- ওরা অকারণে চঞ্চল
- ফাগুনের নবীন আনন্দে
- বেদনা কী ভাষায়
- চলে যায় মরি
- বসন্তে-বসন্তে তোমার কবিরে
- আমার মল্লিকাবনে যখন
- ক্লান্ত যখন আম্রকলির
- তুমি কিছু দিয়ে
- আজি এই গন্ধবিধুর
- এবার ভাসিয়ে দিতে
- বসন্তে আজ ধরার
- তুমি কোন্ পথে
- অনেক দিনের মনের
- পুরাতনকে বিদায় দিলে
- ঝরো-ঝরো ঝরো-ঝরো
- পূর্বাচলের পানে তাকাই
- নীল আকাশের কোণে
- মাধবী হঠাৎ কোথা
- নীল দিগন্তে ওই
- বসন্ত তার গান
- ফাগুনের শুরু হতেই
- ফাগুনের পূর্ণিমা এল
- এক ফাগুনের গান
- ওরে বকুল, পারুল,
- নিশীথরাতের প্রাণ
- চেনা ফুলের গন্ধস্রোতে
- মধুর বসন্ত এসেছে
- আমার মালার ফুলের
- আজি কমলমুকুলদল খুলিল
- পুষ্প ফুটে কোন্
- এই মৌমাছিদের ঘরছাড়া
- বিদায় নিয়ে গিয়েছিলেম
- এই কথাটাই ছিলেম
- এবার তো যৌবনের
- সেই তো বসন্ত
- নিবিড় অন্তরতর বসন্ত
- নব নব পল্লবরাজি
- মম অন্তর উদাসে
- ফাগুন-হাওয়ায় রঙে রঙে
- ঝরা পাতা গো