২৩২ (aj ki tahar barta pelo)

আজ কি তাহার বারতা পেল রে কিশলয়।

          ওরা    কার কথা কয় রে    বনময়॥

আকাশে আকাশে দূরে দূরে     সুরে সুরে

          কোন্‌ পথিকের গাহে জয়॥

যেথা   চাঁপা-কোরকের শিখা জ্বলে

          ঝিল্লিমুখর ঘন বনতলে,

এসো কবি, এসো, মালা পরো,   বাঁশি ধরো--

          হোক গানে গানে বিনিময়॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.