১৪৯ (aj pratham phuler pabo)

আজ   প্রথম ফুলের পাব প্রসাদখানি,   তাই   ভোরে উঠেছি।

আজ   শুনতে পাব প্রথম আলোর বাণী,   তাই   বাইরে ছুটেছি॥

     এই   হল মোদের পাওয়া,   তাই   ধরেছি গান-গাওয়া,

     আজ   লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে   সোনার   রেণু লুটেছি॥

আজ   পারুলদিদির বনে   মোরা   চলব নিমন্ত্রণে,

     চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে   মোরা   সবাই জুটেছি।

     আজ   মনের মধ্যে ছেয়ে   সুনীল   আকাশ ওঠে গেয়ে,

     আজ   সকালবেলায় ছেলেখেলার ছলে   সকল   শিকল টুটেছি॥

রাগ: ভৈরব

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.