৮১ (aj shraboner purnimate)

আজ শ্রাবণের পূর্ণিমাতে   কী এনেছিস বল্‌--

হাসির কানায় কানায় ভরা   নয়নের জল॥

বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে--

ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।

     ও তুই   কী এনেছিস বল্‌॥

ওগো,   কী আবেশ হেরি চাঁদের চোখে,

     ফেরে সে কোন্‌ স্বপন-লোকে।

মন বসে রয় পথের ধারে,   জানে না সে পাবে কারে--

আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।

     ও তুই   কী এনেছিস বল্‌॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.