১১৮ (aji barishana mukharita)

আজি   বরিষনমুখরিত শ্রাবণরাতি,

          স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥

আজি   কোন্‌ ভুলে ভুলি   আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,

   মনে হয় বুঝি আসিছে সে   মোর দুখরজনীর সাথি॥

          আসিছে সে ধারাজলে সুর লাগায়ে,

          নীপবনে পুলক জাগায়ে।

যদিও বা নাহি আসে   তবু বৃথা আশ্বাসে

ধুলি-'পরে   রাখিব রে   মিলন-আসনখানি পাতি॥

রাগ: পঞ্চম

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ শ্রাবণ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.