২৭২ (ami kamal mukul dal khulilo)
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল--
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল॥
গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে--
নিখিলভুবনমন ভুলিল।
মন ভুলিল রে মন ভুলিল॥
রাগ: বাহার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়